রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের প্রফেসর প্রদীপ কুমার পান্ডে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিভাগীয় ও জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক টিএম মুজাহিদুল ইসলাম, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শারমীন ফেরদৌস চৌধুরী।