শিরোনাম

South east bank ad

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করায় ১০ বছরের কারাদন্ড

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি প্রকাশ করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গোলাম রসুল (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

গোলাম রসুলের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে। তিনি পলাতক। তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল ওই বছরের ২৪ আগস্ট সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি খামে ভরে তাঁর বাবার বাড়ির সামনে রেখে যান। এঘটনায় ওই দিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি আপত্তিকর ছবি পায়। জব্দ করা হয় তাঁর কম্পিউটার।

এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সে দিন আসামি গোলাম রসুলকে গ্রেপ্তার করেছিল। পরে জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: