ত্রিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা ও দোয়া
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান (আনিছ)-এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে পৌরসভার হল রুমে কেক কাঁটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা তরিকুল ইসলাম আমির।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও কেক কাটা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ দোয়া করা হয়।