নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনার পাড়ের খাল থেকে তাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনারপাড় গ্রামের জাফর শেখের ছেলে। সে মৌশুমী ব্যবসায়ী ছিলো বলে জানিয়েছে তার পরিবার।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, তাসুদ শেখ গতকাল ২৭ সেপ্টেম্বর রাতে পাট কেনার উদ্দেশ্যে নৌকাযোগে বাড়ি থেকে বের হন। রাত পার হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, বাঁশবাড়িয়া ইউনিয়নের ঠুলনার পাড়ের খাল থেকে তাসুদ শেখ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মুকসুদপুর থানায় এখনও কোন মামলা দায়ের হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারন যানাযাবে।