শিরোনাম

South east bank ad

মুক্তাগাছা হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন শুরু

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ ব্যুরো) :

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক শিশু (মেয়ে) সুস্থ আছেন। সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন করা হয়েছে। এখন থেকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সিজারিয়ান অপারেশন করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস।

ময়মননিসংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, প্রথম দিনে মুক্তাগাছা সদরের আলেয়া (২৬) এর দ্বিতীয় সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকের চিকিৎসার খোঁজ খবরসহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস। সিজারিয়ান টিমে ছিলেন ডা. শিমলা (কনসালটেন্ট গাইনী), ডা.সাদ (এনেস্থিসিয়া) , ডা. মৌসুমি, ডা. নাজনীন( শিশু),ডা. হাফিজ, ডা. মিঠুন(কনসালটেন্ট সার্জারী),ডা. উৎপল(কনসালটেন্ট মেডিসিন), সিনিয়র স্টাফ নার্স কামরুন নাহার, শিপা, নিপা, দেলোয়ারা সহ অন্যান্য সহযোগী কর্মচারীবৃন্দ।

সিভিল সার্জন আরো জানান, এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য পাশে থেকে দোয়া সাহস সহযোগিতা এবং উৎসাহ যুগিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য কে এম খালিদ। এছাড়াও সার্বিক সহযোগীতা করেছেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাহ আলম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: