জয়পুরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের ৭২ বছরের জেল
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ৭২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন- জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা মামুন আকন্দের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, মোমিন আকন্দ নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের নামে বিভিন্ন সময় কু প্রাস্তাব দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিন সহ তার ৬জন সহযোগী অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অভিযুক্ত একাধিক স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে ৩ মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামী দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন এবং অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
পরে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোমিন আকন্দকে ধর্ষণের মামলায় ৩০ বছর, ৭ লাখ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছর এবং অপহরণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ বছরের জেল এবং কারাদন্ডাদেশ প্রদান করেন।