শ্রীবরদীতে সমাজকল্যাণের অনুদানের চেক বিতরণ
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ভুক্ত ৩৬ টি পরিবার ও ১২ জন শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ কার্যালয়ে প্রত্যেককে ৪ হাজার টাকা করে ১ লক্ষ ৯২ হাজার টাকার এককালীন অনুদানের চেক তুলে দেন শ্রীবরদী উপজেলা নির্বাহি অফিসার নিলুফা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো কামরুজ্জামান, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ রানা, সিঙ্গাবরনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।