প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের ৭৫টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসারের উদ্যোগে লংকাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এইচএম খায়রুল বাসার বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উনার ৭৫তম জন্মদিনে ব্যতিক্রম কিছু করতে গিয়ে ৭৫টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপপন কমিটির গৌরীপুরের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ডালাছ, প্রভাষক এইচএম হাদী, মাওহা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হাবিবুর রহমান লিটন, আশরাফুজ্জামান গোলাপ, আজহারুল করিম প্রমুখ।