শিরোনাম

South east bank ad

কাহালুতে লাল জমিন নাটক দেখে দর্শকরা মুগ্ধ

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার কাহালুতে জেলা পুলিশের আয়োজনে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর সংগ্রামী নারীর গল্প লাল জমিন নাটক মঞ্চায়ন করা হয়। রবিবার রাতে কাহালু উপজেলার অডিটোরিয়াম হলে এ নাটক মঞ্চস্থ হয়।

কাহালু থানা পুলিশ ও কাহালু থিয়েটারের সহযোগিতায় এই নাটকটি দেখে দর্শকরা মনমুগ্ধ হন। মান্নান হীরার রচনা ও সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশনায় ৭০ মিটিটের এই নাটকে বিরতিহীনভাবে একক অভিনয় করেন দেশের খ্যাতিমান অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটক শেষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম) সার্কেল আহম্মেদ রাজিউর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাহালু থানার ওসি আমবার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: