শিরোনাম

South east bank ad

দুর্গাপুর দ্বীন-ই আলীম মাদ্রাসা’র ছাত্রীদের কমনরুম অধ্যক্ষের আবাসস্থল

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

দুর্গাপুর পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত দ্বীন-ই আলিম মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামখানা বা কমনরুমটি ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবাসস্থলে পরিনত হওয়ার অভিযোগ পাওয়াগেছে।

গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরেজমিনে গেলে এর সত্যতা মিলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও স্থানীয়রা জানান, কোভিড-১৯ এর পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান কারো সাথে কোনরকম পরামর্শ বা মিটিং না করেই তার নিজ গতিতে ঐ কমন রুমটিতে খাট বিছানা বা আবাসের জন্য প্রয়োজনীয় মাল-ছামানা নিয়ে আবাস শুরু করেছেন।

এদিকে ১২ সেপ্টেম্বর তারিখ সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় চলছে রুটিন মাফিক নিয়মিত ক্লাস। পাশাপাশি চলছে ছাত্রীদের বিরম্বনা, তাদের কমনরুম না থাকায় ছেলে শিক্ষার্থীদের সাথেই গাদাগাদি করে অবস্থান করতে হচ্ছে ক্লাসরুমেই। অন্যদিকে কমনরুমের ছাত্রীদের জন্য নির্ধারিত টয়লেট বাথরুম থাকলেও তা চলেগেছে অধ্যক্ষের দখলে, পয়নিস্কাশনেও বিরম্বনা বা সমস্যায় ভোগছে ছাত্রীরা।

এ বিষয়ে মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অনেকটা এরিয়েগিয়ে বলেন নতুন বিল্ডিং চালু হলে ছাত্রীদের সেখানে একটি কমনরুম দেওয়া হবে, ছত্রীদের’কে বর্তমানে শিক্ষকদের টয়লেট বাথরুম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া ক্লাস শেষকরে শিক্ষক চলে আসার পর ছত্রীরাক্লাসেই অবস্থান করছে। কমনরুম নিজের দখলে নেওয়ার বিষয়ে তিনি বলেন আমি নেত্রকোনা থেকে এসে অফিস করি।
বিদ্যালয় কমনরুমে আসাসিক ব্যবস্থাকরে আবাস বা বসবাস করার বিধান বা নিয়ম আছে কিনা এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান’র কাছে জানতে চাইলে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের কোন রুমে আবাস করার বিধান নাই, তবে বিষয়টি আমি খোজ নেব সত্যতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: