শিরোনাম

South east bank ad

ট্রেনে দুই যাত্রী নিহত হওয়ার পাচঁ জনকে আটক করেছে র‍্যাব -১৪

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতের হামলায় দুই যাত্রী নিহত হওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র‍্যাব- ১৪।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর শিকারীকান্দা এলাকার আশরাফুল ইসলাম স্বাধীন (২৬), বাঘমারা এলাকার মঞ্জু মিয়ার ছেলে মাকসুদুর হক রিশাদ (২৮), সাব্বির খানের ছেলে মোঃ হাসান (২২), মৃত আশরাফ আলীর ছেলে রুবেল মিয়া (৩১) ও সাব্বির খানের ছেলে মোহাম্মদ (২৫)।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চলন্ত ট্রেনের ছাদে ডাকাতি করতে বাঁধা দেওয়াতেই ওই দুই যাত্রীকে ছুরিকাঘাতে ও কুপিয়ে খুন করে বলে জানিয়েছে।

উল্লেখ্য যে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কমিউটার ট্রেনে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ জিআরপি থানায় অজ্ঞাত ৮ -১০ জনকে আসামি করে মামলা করেন। পরে এ ঘটনায় শিমুল মিয়া (২২) নামে একজনকে আটক করে আদালতে তোলা হলে আগামী ২৭ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: