শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন করছেন মুনমুন জাহান লিজা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আজ রবিবার বিকালে উলফাতুলনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরির্দশন করেন উপজেলা নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজা।
এ সময় পতিষ্ঠানের সর্ব বিষয়, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ শিক্ষার্থীদের করোনা কালীন সামাজিক দুরত্ব ও মুখে মাষ্ক ব্যাবহারে সকলকে নিদর্শনা দেন। ছাত্রীদের পাঠদানে মননেবেশ করার জন্য বলেন। উপস্থিত ছাত্রীদের বিভিন্ন দিক নিদর্শনা দেন। ছাত্রীদের কোন সমস্যা আছে কিনা তাদের সাথে আলোচনা করেন।