সিলেটে শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঋণ দিতে স্মারক সই
সিলেটে সোনালী ব্যাংক লিমিটেড, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রোববার এক সমঝোতা স্মারক সই ও গৃহ নির্মাণ ঋণ প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ঋণ বিতরণের লক্ষে হোলসেল ভিত্তিতে ১০০ কোটি টাকা পার্সোনাল লোন দেওয়ার বিষয়ে সোনালী ব্যাংক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যলয়ের শিক্ষক বা কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দেওয়া কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভার সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান টেলিফোনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্ণিত সমঝোতা স্মারক সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিছ, জেনারেল ম্যানেজার ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজারস অফিস, সিলেটের জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম, প্রিন্সিপাল অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরান উল্লাহ্ এবং শাবিপ্রবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের প্রধান, সব সংঘটনের সভাপতি ও সেক্রেটারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সমঝোতা স্মারকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম সই করেন।
অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে উক্ত সমঝোতা স্মারক সই অনুষ্ঠান সম্পাদিত হয়। একইসঙ্গে শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদারের অনুকূলে আবাসিক গৃহ নির্মাণ ঋণ বাবদ ৬০ লাখ টাকার মঞ্জুরীপত্র ও স্মারক চেক দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক বা কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ দেওয়া শুরু হয়।