সিআইইউতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত
চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের জন্য করোনাকালীন উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত সিআইইউর ১৭তম একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. মাহফুজুল হক চৌধুরী।
সভায় করোনা-পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা, টিকা নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহারসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিআইইউর ট্রাস্টি সদস্য লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সাফিয়া রহমান ও ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক।
ওই অনলাইন সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট মনোনীত সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিআইইউর একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রমুখ।