রাসিকের টিকা ক্যাম্পেইন ২৮ সেপ্টেম্বর
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে আগামী ২৮ সেপ্টেম্বর-২০২১ মঙ্গলবার বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, ৩০টি ওয়ার্ডে আগামী ২৮ সেপ্টেম্বর বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালিত হবে। এ ক্যাম্পেইনে রেজিষ্ট্রেশনকৃত ২৫ বছর ও তদুর্ধ জনগোষ্টিকে শুধুমাত্র ১ম ডোজ টিকা প্রদান করা হবে।
২৮ সেপ্টেম্বর প্রত্যেক ওয়ার্ডে ১০০০ বা ততোধিক মানুষকে ভ্যাকসিন প্রদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যারা এখনও টিকার রেজিস্ট্রেশন করেননি, তাঁদের অতিদ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের অনুরোধ জানানো হলো।