গৌরীপুরে জনসচেতনতা বাড়াতে মোবাইল কোর্ট
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ও সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা তৈরী করতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এ দিন দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ মোবাইল কোর্টে ১৫টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা অর্থদন্ড আদায় করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
গৌরীপুর থানার পুলিশ এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযেগিতা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন এসময় মাস্ক বিতরণ করা হয়েছে।