শিরোনাম

South east bank ad

রাবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশনা ছয় সপ্তাহ স্থগিত

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা? তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে যে নির্দেশনা দিয়েছিল, তা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগের মাননীয় চেম্বার জজ।

কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে জনৈক মোবাশ্বের হোসেন দায়েরকৃত রিটের (৭১২৩/২০২১) ছয় নম্বর বিবাদী রাবির সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের আবেদন ও তার ওপর শুনানীর পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার আপীল বিভাগের মাননীয় চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এই স্থগিতাদেশ দেন।

অধ্যাপক আব্দুস সোবহানের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অপরদিকে রিট পিটিশনার ক্যাবের পক্ষে শুনানীতে ছিলেন অ্যাডভোকেট হাসান দে আজিম।

উল্লেখ্য, গত ৫ মে ২০২১ তারিখে রাবির সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের ১৩৮ শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নিয়োগ এবং ২০১৭ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল চেয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশে^র চৌধুরীর রিট (৭১২৩/২০২১) আবেদন করেন।

রিটে বিবাদী করা হয়, সরকারের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্র্রার ও সাবেক ভিসি প্রফেসর আব্দুস সোবহানকে।

পিটিশনারের পক্ষে ১৩৮ নিয়োগ এবং ২০১৭ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল চাওয়া হয়। উক্ত ৭১২৩/২০২১ রিটের ওপর গত ৬ সেপ্টেম্বর শুনানী শেষে হাইকোর্টের বিচারপতি মজিবর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসাইন মোল্লাহ এর দ্বৈত ডিভিশন বেঞ্চ পিটিশনারের আদেবদনক্রমে তিন নম্বর প্রতিপক্ষ দুদক চেয়ারম্যানকে রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছিল কিনা, তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

একই সঙ্গে গত ৫ মে ২০২১ তারিখের ১৩৮ নিয়োগ এবং ২০১৭ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। এবং আগামী ১৪ নভেম্বরের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্ট বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে জড়িয়ে দুর্নীতি দমন কমিশনকে যে আদেশ দিয়েছিল, আমরা আপীল বিভাগের মাননীয় চেম্বার জজের আদালতে তা স্থগিত চেয়ে আবেদন করেছিলাম।

রবিবার আমাদের আবেদনের ওপর শুনানী শেষে বিজ্ঞ আদালত দুর্নীতি দমন কমিশননের ওপর হাইকোর্ট বিভাগের নির্দেশনা ছয় সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন। ফলে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুস সোবহানকে, তদন্তের নামে হয়রানি করতে পারবে না দুদক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: