শিরোনাম

South east bank ad

কাঁচা সড়ক সংস্কার করে আলোচনায় সিরাজুল ইসলাম

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে চারদিকে শুধু সিরাজুল ইসলাম সিরুর সুনাম ছড়িয়ে পড়ছে। তিনি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। নিজের প্রয়োজনে কাজ করলেও ঐসব কাজে এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষের উপকার হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের হাতীলেইট বাবুলের বাজার সড়কটি জয়না মার্কেটের সাথে যুক্ত হয়েছে। এ রাস্তার কিছু অংশ পাকা হয়েছে। বাকী অংশ কাঁচা। কাঁচা অংশে ভোগান্তির কোন অন্ত ছিল না। এ সব গ্রামে পর্যাপ্ত পরিমাণে লেয়ার ফার্ম ও উৎপাদিত পন্য বিক্রি করতে যেতে হয় আশপাশের বিভিন্ন হাট বাজারে। হাতীলেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাতীলেইট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা আগা-গোনা করে। লাল মাটি, মায়াবি মাটি অল্প বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে একাকার হয়ে যায়। ছোট খাটো গর্তে ফার্মের ডিম আনা-নেওয়ায় উভয়পক্ষের গুনতে হয় মাশুল। সিরাজুল ইসলাম সিরু একজন ব্যবসায়ী। মাসুলের ক্ষেত্রে তাকে গুনতে হয় বেশি ক্ষতিপূরণ। সব মিলিয়ে ঐ ওয়ার্ডে তিনি এখন আলোচনায়। শুধু এসড়কটি নয়, ওয়ার্ডের প্রায় সবগুলো কাচা রাস্তা তিনি সংস্কার করে চলাচল উপযোগি করে তোলছেন।

স্থানীয় কয়েকজন মুরব্বী জানান, বর্ষার পরে একটু সংস্কারের অভাবে আমরা সারা বছর কষ্ট করি। কিন্তু এইবার সিরাজ ভাই আমাদের রাস্তাটা সংস্কার করার কারণে এখন পাকা রাস্তার চেয়ে বেশি সুবিধা ভোগ করছি। এভাবে সমাজের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করলে সমাজ পরিবর্তন হতো।

হাতীলেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, রাস্তা খারাপ থাকার কারণে অন্য বাড়ীতে মোটরসাইকেল রেখে স্কুলে আসতাম এখন শিক্ষার্থীদের পাশাপাশি আমরা যানবাহন যোগে স্কুলে আসতে পারবো। যিনি উদ্যোগ নিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই স্কুলের পক্ষ থেকে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক শহিদুজ্জামান আকন্দ লালু বলেন, সিরু একজন মেম্বার না হয়েও একজন মেম্বারের চেয়ে বেশি কাজ করেছে। গত ইলেকশনে নির্বাচন করতে চেয়েছিল কিন্তু আমরা পারিবারিকভাবে ওর বড়ভাই সেকান্দর কে মেম্বার দাঁড়ানোর জন্য বলেছিলাম। এইবার আমি তো তাকে না করতে পারবো না। ইতিমধ্যে ওয়ার্ডে সিরাজুল ইসলামের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, আমি একজন ব্যবসায়ী। মানুষের সাথে উঠা বসা আছে আমার। মানুষ চাইলে আমি নির্বাচন করবো। রাস্তা সহ সামাজিক কাজকর্ম করে যাচ্ছি ছওয়াবের আশায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: