ধুনটে আ. লীগ নেতা হেলালকে দল থেকে অব্যাহতি
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িকভাবে অব্যহতি দেওয়া হয়েছে।
রবিবার সকালে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীনুর রহমান সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমএ তারেক হেলালকে ৪ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে ১৪ সেপ্টেম্বর তার জবাব দেন এমএ তারেক হেলাল। কিন্ত জবাব সন্তোষজনক না হওয়ায় ২১ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এমএ তারেক হেলালকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ বিষয়ে এমএ তারেক হেলাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আবারো দলীয় মনোনয়নপ্রত্যাশী। আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করার অপচেষ্টার অংশ হিসেবে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে অব্যাহতি দিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে এ সংক্রান্ত কোন পত্র আজও হাতে পাইনি।
উল্লেখ্য, এমএ তারেক হেলাল ২০০২ সালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন। এরপর ২০১১ ও ২০১৬ সালে দলীয় মনোনয়ন পেয়ে তিনি এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।