শিরোনাম

South east bank ad

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার -৫

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাট সদরের শহরের পাঁচুরমোড় মসজিদ মার্কেট ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় জানিয়েছেন জয়পুরহাট র‍্যাব-৫।

শনিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচুরমোড় মসজিদ মার্কেট ও রেলগেট এলাকা থেকে পাঁচ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদরের কড়ইকাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪), মাস্টারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাজু (৩০), বুলুপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২), চকগোপাল এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আবু দারদা (৩৫), পলিবাড়ি এলাকার বাপ্পা বর্মনের ছেলে পার্থ বর্মন (২৩)।

জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৭টা থেকে গভির রাত পর্যন্ত শহরের পাঁচুরমোড় মসজিদ মার্কেট ও রেলগেট এলাকায় অভিযান চালানো হয়।

তাদের ভাষ্য, অভিযানে ৭টি মনিটর, ৭টি সিপিইউ, ৭টি কি-বোর্ড, ৭টি মাউস, ১২টি হার্ড ডিস্কসহ বিভিন্ন প্রকারের ২১টি ক্যাবল জব্দ করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: