সাংবাদিক মীর জামালের মুক্তির দাবীতে মানববন্ধনে মা-বাবা
এম.এস রিয়াদ, (বরগুনা) :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেড় বছর ধরে কারাভোগকারী দৈনিক দীপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলা নিউজ ২৪ডট কমের বরগুনা প্রতিনিধি সাংবাদিক মীর জামালের মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
এতে মীর জামালের মা-বাবা, স্ত্রী ও শিশু কন্যা তাহিয়া নূর জামাল সহ জামালের আত্মীয়- স্বজন, প্রতিবেশীসহ জেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বরগুনা টাউনহলের অগ্নিঝড়া একাত্তর চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাচানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
প্রসঙ্গত- গত বছরের ২৪ এপ্রিল সদরের পানামা রোড এলাকার লামিয়া নামে এক নারী সম্মানহানি ও তাদের বসতঘরে টাকা ও স্বর্নালংকার লুটের অভিযোগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মীর জামাল ও নিউজ টুয়েন্টিফোরের বরগুনা প্রতিনিধি সুমন শিকদারসহ ৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। কয়েকদিন পর সুমন শিকদার সহ ৫ জনের জামিন হলেও জামিন হয়নি জামাল মীরের।