শিরোনাম

South east bank ad

জামালপুরে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

ফসলি জমি রক্ষার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। শনিবার (২৫সেপ্টেম্বর) বিকালে জামালপুর সদর উপজেলার কোচনধরা এলাকায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের আওতায় নরুন্দী ইউনিয়নের কোচনধরা এলাকায় খনন কাজ শুরুর প্রক্রিয়া করছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নদী খননে উত্তোলিত বালি পরিত্যক্ত বা খোলা জায়গায় না ফেলে তিন ফসলি জমিতে রাখার ঘোষণা দেয় ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কিন্তু নিজেদের মালিকানাধীন তিন ফসলি জমিতে বালি ফেলতে বাঁধা দিচ্ছেন স্থানীয় কৃষকরা। মানববন্ধনে কৃষক মনসুর আলী বলেন, নদের তীরে তিন বিঘা জমিই তার আয়ের একমাত্র উৎস। এই জমিতে ফলানো ফসল দিয়েই চলে তার পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষন।

কৃষক আনোয়ার হোসেন বলেন, নদী তীরবর্তী মাঠে তার তিন বিঘাসহ প্রায় পাঁচশতাধিক কৃষকের ৮’শ বিঘা জমি রয়েছে। ওই জমিগুলোতে বছরে তিন ফসল ধান, পাট ও গমসহ নানা শাক সবজি উৎপন্ন হয়। ওই ফসলি জমিগুলোই এলাকার দরিদ্র কৃষকদের আয়ের একমাত্র উৎস। মানববন্ধনে বক্তারা নদী খননের বালু ফসলি জমিতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার দাবি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: