শিরোনাম

South east bank ad

হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবীতে মতবিনিময় সভা

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর, ২০২১) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের আয়োজনে ধর্মীয় সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোনা জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে উপস্থিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ রেমন্ড এস আরেং। বিশেষ অতিথি নেত্রকোনা জেলা পরিষদ এর চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। উদ্বোধক বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য। প্রধান বক্তা মহিলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ সহসভাপতি গীতা বিশ্বাস । নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য।

প্রধান অতিথি রেমন্ড আরেং বলেন, মহিলা ঐক্য পরিষদ নারীদের অধিকারের বিষয়টি নিয়ে যে আন্দোলন করছে আমি তাকে সাধুবাদ জানাই। মুসলমান ও খ্রিস্টান সমাজে ছেলে-মেয়ে পিতার সম্পত্তিতে তাদের উত্তরাধিকার পায়। সেখানে কোথাও কোন সমস্যা হচ্ছে না। কাজেই হিন্দু নারীদের উত্তরাধিকার আইন সংস্কার করে তাদের সম্পত্তি প্রাপ্তির অধিকার তাদেরকে ফিরিয়ে দিলে হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হবে না। সকল মানুষের অধিকারকে বিবেচনায় নিয়ে আজকে যারা আন্দোলনে নেমেছেন আমরা তাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে প্রশান্ত কুমার রায় বলেন, সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার নিশ্চিত করতে মহিলা ঐক্য পরিষদকে আরো শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আপনাদের ন্যায্য দাবী আদায়ে নিজেদের একা ভাবার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা আপনাদের সাথে শেখ হাসিনা আছেন, আমাদের সাথে শেখ হাসিনা আছেন। মনে রাখতে হবে, সংখ্যালঘু মানেই সবাই সংখ্যালঘুর বন্ধু নয়, আবার সব সংখ্যাগুরুই সাম্প্রদায়িক নয়।

সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ সারাদেশে নারী নেতৃত্ব গড়ে তোলার কাজ হাতে নিয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল দাবীর প্রতি ঐক্যমত্য পোষণ করেছি।

দিপালী চক্রবর্তী বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে জাগ্রত হই। অধিকারের জায়গাটিকে সুনিশ্চিত করি এবং আমাদের চাওয়া পাওয়া গুলো নিজে থেকে বলতে শিখি। আপনার চাওয়া আপনাকে চাইতে হবে। মহিলা ঐক্য পরিষদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আপনাদের অধিকার আদায়ে মাঠে নেমেছে। সংবিধানে আছে যে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার লাভ করবে। হিন্দু নারীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত করে আমরা কি প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছি না?

গীতা বিশ্বাস বলেন, আপনারা নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে।

নেত্রকোনায় স্থানীয় পূজা পরিষদ, ঐক্যপরিষদের নেতৃবন্দসহ সবাই মহিলা ঐক্য পরিষদের নেতৃত্বে হিন্দু নারীর উত্তরাধিকার বিষয়ক দাবীর সাথে একমত পোষণ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: