গৌরীপুরে নির্ধারিত সময়ের আগেই প্রাইমারী স্কুল ছুটি
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ১১ টায় ছুটি দেয়ার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় কয়েকজনের অভিযোগ করোনা পরিস্থতিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে দিচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।
এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার বেলা ১২টায় কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ে কোন শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিসকক্ষ তালাবদ্ধ। বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানে বসা স্থানীয় কয়েকজন জানান বেলা ১১ টার দিকে শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি চলে গেছেন।
গ্রামের বাসিন্দা সোহাগ, নাঈম, মোশারফ, মামুন সহ কয়েকজন জানান করোনা পরিস্থিতিতে বিদ্যালয় খোলার পর থেকে প্রায়ই বেলা ১১টায় বিদ্যালয় ছুটি দেয়া হয়। শনিবার ১১টায় বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে। অঁেজাপাড়া গ্রামের অধিকাংশ অভিভাবকের পাঠদান সময়সূচি সম্পর্কে ধারণা না থাকায় শিক্ষকরা এই সুযোগটা নিচ্ছেন। শিক্ষকদের এই অনিয়মের কারণে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু রায়হন বলেন করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয় প্রতিদিন বেলা ৯টা থেকে ১২ টা ৫ মিনিট খোলা থাকবে। এই সময়ের পর বিদ্যালয়ের শিক্ষকরা অনুপস্থিত শিক্ষার্থীর খোঁজ খবর ও হোম ভিজিটের জন্য আরো কিছু সময় বিদ্যালয়ে অবস্থান করবেন। কোন শিক্ষক যদি অনিয়ম করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।