কলমাকান্দায় সিপিবির মানবন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনার কলমাকান্দায় আজ শনিবার উপজেলা পরিষদ মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। এলপিজি গ্যাস, চাল, তেল সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ কলমাকান্দা-দূর্গাপুর জিসিসি রাস্তা দ্রুত পুনঃনির্মাণের দাবি জানিয়ে আরো বক্তব্য রাখেন, সিপিবি কলমাকান্দা উপজেলা সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার, যুগ্ম সম্পাদক কমরেড হাবিবুল্লাহ পাঠান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড মোরশেদ আলম, কমরেড শরিয়তউল্লাহ, কমরেড নিরন্তর বনোয়ারী, কমরেড চায়না রানী রায় প্রমুখ।