শিরোনাম

South east bank ad

প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বগুড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এই সময়ে দম নেওয়ার ফুরসত নেই কারিগরদের। তবে বছরের অন্য সময়ে মৃৎশিল্পের তেমন কোনো কাজ না থাকায় কৃষিকাজ অথবা অলস সময় পার করতে হয় এসব মৃৎশিল্লীদের।
দুর্গা উৎসব আসলে এসব মৃৎশিল্পীদের কদর বেড়ে যায়।

বছরের অন্যান্য সময় তারা কৃষি কাজসহ বিভিন্ন পেশায় কাজকর্ম করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। করোনাকালীন পরিস্থিতির মধ্যে মানবেতর জীবনযাপন করেছে এসব মৃৎশিল্পীরা। করোনা ভাইরাসের দুশ্চিন্তা থাকলেও সেপ্টেম্বর মাসে সংক্রমণ ও মৃত্যুর হার কমার কারণে আনন্দ-উৎফুল্লতা নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন তারা। সঠিক সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে বলে পরিবারের সদস্যরা ছাড়াও বাড়তি চার-পাঁচ জন শ্রমিক নিয়ে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন।

মৃৎশিল্লী শিবগঞ্জের সাদুল্ল্যাপুর গ্রামের হারাধন মহন্ত বলেন, এবার ১২ টি প্রতিমার অর্ডার পেয়েছেন। ‘সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের কাজের গতি বেড়ে গেছে। এই পুরো মাস দম ফেরানোর ও সুযোগ কম আমাদের। তবে বছরের অন্য সময় মাটির কাজ থাকে না। এই এক দেড় মাসের আয় দিয়ে পুরো বছরের সংসার চলে। আমাদের মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা আগের মতো নেই, যে কারণে আমাদের এ পেশায় থাকা কষ্টসাধ্য হয়ে গেছে।’

বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্য মতে, এবছর পুরো জেলায় ৬৭৮টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। তবে এ বছর পূজা ম-পের সংখ্যা বেড়েছে। গতবছর করোনার কারণে ম-পের সংখ্যা কম ছিল ৬৩৫টি। এখন এ সকল ম-পে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার দেব জানান, ‘জেলায় এবার ৬৭৮টি ম-পে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা পাঁচ দিন ব্যাপী শারদীয় উৎসব পালন করব। স্বাস্থ্যবিধি মেনেই পূজার আনুষ্ঠানিকতা হবে। তবে করোনার আগে যেমন বাড়তি জাঁকজমকপূর্ণ হতো, সেটা হয়তো এবার হবে না। তবে গত বছরের চেয়ে একটু বেশি আনন্দ-উল্লাস থাকবে।’

শিবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, ‘শিবগঞ্জে এবার ৫৯টি ম-পে দুর্গাপূজার আয়োজন চলছে। গতবারের চেয়ে ৫টি পূজা মন্পড বেড়েছে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ার কারণে আমরা বড় দুশ্চিন্তায় ছিলাম। ঈশ্বরের কৃপায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমায় পূজার আয়োজন ও প্রতিমা তৈরির কাজ শান্তিপূর্ণভাবে চলছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি মন্ডপে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত থাকবে। যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে।’

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ‘শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা-উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে সভা করা হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে বিভিন্ন ধরনের দিক-নিদের্শনামূলক আলোচনা সভা করা হবে। শারদীয় উৎসবে জেলা প্রশাসন সব সময় মনিটরিং করবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: