শিরোনাম

South east bank ad

সাটুরিয়ায় গাঁজাসহ ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :

২৪শে সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাটুরিয়া উপজেলার উত্তর পার তিল্লি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী মিজান সাটুরিয়া উপজেলার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে কৌশলে মাদক সংগ্রহ করে সাটুরিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছেন, তার বিক্রয় কৃত গাজা সেবন করে এলাকার যুবসমাজ ও ছাত্রসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মিজানের এমন কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার
এস আই শংকর চন্দ্র সরকার এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৪৯) কে ১ কেজি গাঁজাসহ আটক করেন। তার পিতার নাম মৃত আমেজ উদ্দিন, সাং- উত্তর পার তিল্লি, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ।
১ কেজি গাজার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা

মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে এই বিষয়ে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: