শিরোনাম

South east bank ad

সুন্দরবন ভ্রমণে বিলাসবহুল প্রমোদতরি অক্টোবরে চালু করছে রয়েল টিউলিপ

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ বূরো) :

ইউনেস্কো’র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমনে আকৃষ্ট করার জন্য এবার প্রমোদতরি বা ক্রুজ জাহাজ নামাচ্ছে দেশের অন্যতম সেরা কক্সবাজারের ইনানীতে পাঁচ তারকা আন্তর্জাতিকমানের হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা কর্তৃপক্ষ। এ জাহাজ চলবে খুলনা-সুন্দরবন-খুলনা পথে। সুন্দরবন ভ্রমণপিপাসু পর্যটকদের কথা মাথায়
রেখেই নতুন এ ব্যবসায় যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। এ জন্য প্রতিষ্ঠানটি কিনছে দুটি ক্রুজ জাহাজ। আগামী মাস অক্টোবর থেকে খুলনা-সুন্দরবন-খুলনা
পথে প্যাকেজ ট্যুরের আওতায় বাণিজ্যিকভাবে জাহাজ দুটি চালু করা হবে বলে রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’র এমডি ও এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) জানান।

কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ নামে পরিচিত হলেও এটির মালিকানা প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এ নামেই কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত হওয়ার পর নতুন করে ক্রুজ জাহাজের ব্যবসায় নামছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে দুটি জাহাজ কিনে এ ব্যবসায় যুক্ত হলেও ব্যবসার অবস্থা দেখে ভবিষ্যতে ধাপে ধাপে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রয়েল টিউলিপ প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জুলহাস বিশ্বাস বলেন, ‘ধীরে ধীরে আমরা পর্যটন ব্যবসার সব খাতের সঙ্গে যুক্ত হতে চাই। তারই অংশ হিসেবে ভ্রমণপিপাসু পর্যটকদের সুন্দরবন ঘুরিয়ে দেখাতে দুটি জাহাজ চালু করা হচ্ছে। এ ছাড়া কক্সবাজারে আমাদের হোটেলের পাশেই একটা ওয়াটার পার্ক গড়ে তোলা হয়েছে।’ জুলহাস বিশ্বাস বলেন, ‘অক্টোবর থেকে এপ্রিল’ এ ছয় মাস সুন্দরবনের ভেতরে যাওয়া যায়। এ সময়ের জন্য আমাদের দুই রাত তিন দিনের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা থাকবে। বাকি ছয় মাস দিনে দিনে সুন্দরবনের একাংশ ঘুরে দেখার ব্যবস্থা থাকবে। কারণ, ওই সময় সুন্দরবনের ভেতরে প্রবেশের অনুমতি মেলে না।’

পর্যটকদের জন্য নতুন জাহাজ চালুর বিষয়ে জানতে চাইলে রয়েল টিউলিপ কোম্পানি সেক্রেটারি মোঃ আজহারুল মামুন জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন বেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে। সে জন্য নতুন এ ব্যবসার জন্য এ এলাকাকে বেছে নেওয়া হয়েছে। আধুনিক ও বিলাসবহুল ক্রুজ জাহাজের মাধ্যমে আমরা পর্যটকদের উন্নতমানের পর্যটন সেবা দেয়ার প্রত্যাশা করছি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি গত ২৪ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, নতুন এ ব্যবসার জন্য শুরুতে দুটি জাহাজ কেনা হচ্ছে। এ জন্য সাড়ে ৮ কোটি টাকা খরচ হবে। আগামী অক্টোবর মাসে শুরু হবে নতুন এ ব্যবসার কার্যক্রম তথা জাহাজ চলাচল।

জানা গেছে, বর্তমানে বিভিন্ন মানের পর্যটকবাহী ২৯টি ক্রুজ জাহাজ চলাচল করে খুলনা-সুন্দরবন-খুলনা পথে। এর মধ্যে ভালো মানের জাহাজ রয়েছে ৮-১০টি। সুন্দরবন ভ্রমণপিপাসুদের কাছে ভালো মানের ক্রুজের চাহিদা রয়েছে। সময়ে সাথে পাল্লা দিয়ে ইদানিং সুন্দরবনসহ দেশে পর্যটন ব্যবসায় মানুষের ব্যাপক আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে এ পথে ক্রুজ জাহাজ দ্য ওয়েভ পরিচালনাকারী হলিডে শিপিং লাইনস প্রতিষ্ঠানটির কর্ণধার আবু ফয়সাল মোহাম্মদ সায়েম বলেন, পদ্মা সেতু চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণের আগ্রহ অনেক বাড়বে। তাই এ পথে ভালো মানের ক্রুজ জাহাজের চাহিদাও বৃদ্ধি পাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: