শিরোনাম

South east bank ad

ফরিদপরে ডাকাত সদস্যসহ গ্রেফতার -২

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালমারী গোয়েন্দা বিভাগ।

গত ৮ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকতদল দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বোয়ালমারী থানাধীন কোন্দারদিয়া সাকিনে বাদীর বসত বাড়ীর দক্ষিণ পোতার একতলা বিল্ডিংয়ের পিছন দিকের মেহেগুনি গাছ বেয়ে ছাদে উঠে ছাদের সিঁড়ির দক্ষিণ পাশের ইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং বিল্ডিংয়ে প্রবেশ করার পর বাদীর মায়ের রুমের দরজার ছিটকিনি ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, ঘরে থাকা লোকজনের হাত পা বেধে ঘরের ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল সহ এক ভরি স্বর্ণালংকার ও ২টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে যায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে, শিব কুমার বিশ্বাস বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেন। তার এজাহারের প্রেক্ষিতে বোয়ালমারী থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে অত্র মামলার ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করতে সক্ষম হয়েছেন। তারা হলেন- রফিকুল ইসলাম (২৩), পিতা- আবুল বাশার, সাং-নাগদী এবং শফিকুল শেখ (৩২), পিতা- রঙ্গ শেখ, সাং- ধুলজোড়া, উভয় থানা- বোয়ালমারী থানার বাসীন্দা ।

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের দোষ স্বীকার করে এবং লুণ্ঠনকৃত মালামালের মধ্যে আসামী রফিকুলের কাছ থেকে একটি SAMSUNG GALAXY MO2 মোবাইল ফোন এবং আসামী শফিকুলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ও ডাকাতির লুণ্ঠিত নিজেদের মধ্যে বন্টনকৃত টাকা হতে নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । তারা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দি দেন। অন্যান্য আসামী গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: