পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহ আদালতে মো. সাদ্দাম হোসেন (২৪) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সদস্য সাদ্দাম ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে।
আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক রাফিজুল হাসান মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, একই উপজেলার মেয়েটিকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন। পরে গত ২১ মে সুযোগ বুঝে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে আবার গত ২ জুলাই বিয়ের প্রলোভন ও খুন-জখমের ভয় দেখিয়ে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করা হয়।
পরে মেয়েটি বিয়ের কথা বললে সাদ্দাম বিষয়টি এড়িয়ে যান। এরপর ভুক্তভোগী মেয়েটি আদালতে মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল সাংবাদিকদের বলেন, আমরা আদালতে এ ঘটনার ন্যায় বিচার আশা করছি।
তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও সাংবাদিকদের কল তিনি রিসিভ করেননি।