স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিপ্রপার্টির চুক্তি সই
সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিপ্রপার্টির মধ্যে এক চুক্তি সই হয়েছে। বিপ্রপার্টির জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাফ্লুয়েন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর লুত্ফুল হাবিব তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মর্টগেজ ও অটো লোন বিভাগের প্রধান কাজী হামিদুর রহমান ও প্রডাক্ট অ্যানালিস্ট সালাহ আহমেদ নুর এবং বিপ্রপার্টির জেনারেল ম্যানেজার খোন্দকার রেজবীন আহসান, বিপ্রপার্টির মার্কেটিং ও পিআর বিভাগের প্রধান মাহজাবীন চৌধুরী।
এ চুক্তি সইয়ের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিপ্রপার্টির বিশেষ হোম লোন ফাইন্যান্সিং পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে।