রাজশাহীতে ৯ জুয়াড়ি গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে জুয়া খেলার সময় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর খড়বোনা নদীরধার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার নয়জন হলেন- ওয়াসিউল আলম ওরফে সনেট (৩৯), সোহাগ হোসেন ওরফে মেরাজুল (২৫), একেএম জোবায়ের (৫০), মো. রকি (৪০), আবদুল আহাদ ওরফে ঝন্টু (৪৫), হাসিবুল হাসান ওরফে ডিউক (৪৮), জাকির হোসেন (৪০), আরাফাত আলী (৩০) এবং স্বপন রানা (৩৩)। নগরীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এঁদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এঁদের বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।