সালথায় শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় ৭ বছরের এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শিশু জুনায়েদ ফকির (৭) উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামের কোরবান ফকিরের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ২য় শ্রেণীর ছাত্র।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জুনায়েদের বাবা কোরবান ফকির প্রায় ৭ বছর যাবৎ মালয়েশিয়া প্রবাসী। শনিবার স্কুলে পরিক্ষা উপলক্ষে শুক্রবার সকালে জুনায়েদের মা তাকে পড়তে বলে। লেখাপড়া শেষ হলে সকাল ১০টার দিকে তার মা তাকে একটু খেলা-ধুলা করতে বাইরে যেতে বলে। ১১ টার দিকে জুনায়েদের বড় ভাই ঘরে প্রবেশ করলে জুনায়েদ কে ঘরের আড়ার সাথে ঝুলতেষ দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে তার মা ও স্থানীয়রা সহযোগিতা করে লাশ নিচে নামায়। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
মর্মান্তিক এই আত্মহত্যার খবর পেয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।