যমুনায় বিলীন শতাধিক মিটার ডান তীর রক্ষা বাঁধ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। শুক্রবার সকালের দিকে যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের পুকুরিয়া-ভুতবাড়ি এলাকার বাঁধের প্রায় শতাধিক মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে ১৯ সেপ্টেম্বর একই এলাকায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনবসতি এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০১৬ সালে প্রায় ২২ কোটি ব্যয়ে পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় ৬০০ মিটার অংশ বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীর স্লোপ করে তার উপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করে। কিন্ত কয়েক দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। এতে পানির প্রবল ¯্রােত ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীরে আঘাত হানায় প্রকল্প এলাকায় ভাঙন শুরু হয়।
স্থানীয়রা জানান, সিসি ব্লকে বাঁধানো তীর রক্ষা বাঁধ দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। পুরো অংশ সিসি ব্লকের স্থানে স্থানে ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙন হুমকিতে পড়েছে পুরো বাঁধ এলাকা। অনেকাংশে বাঁধের ব্লক নদীতে চলে গেছে এবং বড় বড় ফাটল তৈরি হয়েছে। ভাঙনে ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন তারা। ভাঙন রোধে যেভাবে কাজ হওয়া প্রয়োজন সেটিও হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী বলেন, সংবাদ পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি কমে যাওয়ার কারণে নদী ভাঙন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পুরো ভাঙন এলাকা চিহ্নিত করে বালু ভর্তি বস্তা ডাম্পিং ও ব্লক বসিয়ে মেরামতের ব্যবস্থা করা হবে।