South east bank ad

ময়মনসিংহে ৬ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ ব্যুরো) :

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দুইশত ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে ময়মনসিংহ ক" সার্কেল নগরীর বিভিন্ন স্থানে অভিযান করে চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

মাদক ব্যবসায়ীরা হলো, আকুয়া লিচু বাগানের আব্দুস ছালামের ছেলে রাজীব আহম্মেদ রাজু, সুরুজ মিয়ার ছেলে মিজানুর রহমান শাহিন, জেলা স্কুল রোডের ফজলুল হকের ছেলে উজ্জ্বল ইসলাম, লিয়াকত আলীর ছেলে আহাদ হোসেন , আঃ মজিদের ছেলে মজিবর রহমান এবং গোহাইলকান্দি মীরবাড়ীর রফিকুল ইসলামের ছেলে হোসেন আলী। তাদের কাছ থেকে থেকে ২১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: