সোনাঝুড়ি থেকে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদী সীমান্তের সোনাঝুড়ি নামক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ভারত থেকে চোরাই পথে আসা ১ টি গরু আটক করেছে বিজিবি।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার শহিদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের সোনাঝুরি এলাকায় অভিযান চালিয়ে ১ টি ভারতীয় গরু আটক করেছে।
আটক গুরু সিজার লিস্টের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। গরু আটক করলেও কোন গরু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি ।