দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় নিহত-২, আহত-১
শামীম আলম, (জামালপুর) :
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ট্রেন ডাকাতির ঘটনা ঘটেছে। এতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০) এবং অজ্ঞাত পরিচয়ের (৪০) বছর বয়সী অপর এক ব্যক্তিসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে জেলার ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা হিরু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। আহত রুবেল জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, জামালপুর রেলওয়ে থানার এস আই সোহেল মিয়া।
জানা যায়, ট্রেনটি পিয়ারপুর এলাকায় পৌঁছলে জৈনক্য এক যাত্রী ট্রেনের জানালা দিয়ে রক্ত ফোটা পরতে দেখে বগির ভিতরে অবস্থানরত নিরাপত্তা
কর্মীদেরকে অবহিত করেন। পরে ট্রেনটি নরুন্দি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে কর্তব্যরত স্টেশন মাস্টার ট্রেনের ছাদে উঠে রক্তাক্ত অবস্থায় দু’জনকে ছাদে পরে থাকতে দেখেন। এসময় ট্রেনটি দ্রুতগতিতে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছলে জামালপুর রেলওয়ে থানার এসআই মিলন মিয়া তিন জনকেই জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।