নাটোরে ৩ টি স্রোতিজালের কাঠামো অপসারণ
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের সোনাইডাঙ্গা খালে ৩ টি স্রোতিজালের কাঠামো অপসারণ এবং আটককৃত ২ টি সৌতিজাল ত্রিমোহনী বাজারে পুড়ানো হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের সোনাইডাঙ্গা খালে অভিযান পরিচালনা করা হয়। পরে জাল পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদাত হোসেন জানান, খালে পানি প্রবাহ বাধাগ্রস্ত করার জন্য একটি প্রভাবশালী মহল সোনাইডাঙ্গা খালে স্রোতিজাল দিয়ে অবাধে মাছ নিধন শুরু করে। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।