পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন করলেন জেলা প্রশাসক
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বেলা ১২টার সময় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বমূখী সম্পসারিত ২য় তলা ভবন উদ্বোধন করলেন শেরপুরের জেলা প্রশাসক জনাব মো: মোমিনুর রশীদ ।
এ সময় উপজেলা চেয়ারম্যান এস,এম এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ,সহকারী কমিশনার ভূমি জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যাংকের শাখা ব্যাস্থাপক মাহাবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার সম্পাদক মজিবুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
উদ্বোধনে মোনাজাত শেষে ব্যাংকের সামনে গাছের চারা রোপণ করেন । পরে ঝিনাইগাতী উপজেলার সদরে ভূমি অফিসে নির্মাণকৃত তয় তলা ভবনের চলমান কাজ পরিদর্শন করেন । জেলা প্রশাসক গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্যে মানসম্মত হোটেল ও বিশ্রামাগার ঘর নির্মাণ কাজের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন ।