ফুলবাড়িয়ায় একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল জলিলীয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গতকাল মাদ্রাসা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম।
ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুছ ছালামের সভাপতিত্বে কুশমাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল হক, মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ ভবনটি বাস্তবায়ন করছে।