রাজবাড়ীতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
২০২০-২১ অর্থবছরের সদর উপজেলার ৯৮জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই-সাইকেল,পোশাক এবং অন্যান্য সরঞ্জামাদী বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩) সেপ্টেম্বর সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাই-সাইকেল ও পোশাক সহ সরঞ্জামাদী গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ প্রমূখ।
জানাগেছে, গ্রাম পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল করার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশকে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে আজ বাইসাইকেল দেয়া হয়।