নেত্রকোণায় চাঁদপুরা'র প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
সেবাই আমাদের মূল লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে অরাজনৈতিক, অলাভজনক শ্রেণী বৈষম্যহীন, স্বেচ্ছাসেবী এবং সমাজ সেবামূলক সংগঠন চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার পূর্বধলা উপজেলায় ঘাগড়া ইউনিয়নের দুধী নতুন বাজারে এই বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির ভাইস চেয়ারম্যান
মোঃ হুমায়ুন কবির, চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব মোঃ আনিসুজ্জামান সুজন, চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির
পূর্বধলা উপজেলা সভাপতি মোঃ সেলিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণার বিভিন্ন উপজেলার চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
পরে আলোচনা সভা শেষে চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল সদস্যবৃন্দদের মাঝে ৩ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।