শিরোনাম

South east bank ad

পাথরঘাটায় অপহরনের একমাসেও উদ্ধার হয়নী স্কুল ছাত্রী

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার পাথরঘাটায় দশম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু বখাটে ছেলেরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

একমাস পার হলেও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৬ আগষ্ট পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের
লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রইব্যুনালে একটি অপহরন মামলা হয়েছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার অপহরণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুল ছাত্রীর নানা বাবুল মিয়া জানান- তার মেয়ে ডলি আক্তারের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর ডলি তার দশম শ্রেনীতে পড়ুয়া মেয়ে লামিয়াকে নিয়ে তার বাড়ির পাশে জুগির উলা বাজারে চায়ের দোকান দিত। এসময় পলাশ লাহরী নামের একটি ছেলে লামিয়াকে প্রায়ই উত্যক্ত করত।

এ নিয়ে পলাশ ও লামিয়ার মায়ের সাথে কয়েকবার বাকবিতন্ডাও হয়েছে। স্থানীয়ভাবে পলাশ লাহরী প্রভাবশালী হওয়ায় তার ভয়ে দোকান বন্ধ করে লামিয়াকে তার নানার কাছে রেখে ডলি আক্তার চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি নেয়।

পরে গত ১৬ আগষ্ট লামিয়া তার স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পলাশ তার কয়েকজন সহযোগিকে নিয়ে লামিয়াকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীর পরিবারের দাবি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়ার মাধ্যমে লামিয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হয়ে লামিয়ার নানা
বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান- বরগুনা নারী ও শিশু নির্যাতন
ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর ১৬ সেপ্টেম্বর মামলাটি আমাদের থানায় এসেছে।

মামলাটি রেকর্ড করে আসমীদের গ্রেপ্তারসহ ভিকটিম উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: