মহাসড়কে ডাকাতির প্রস্তুতকালে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক
জাকির হোসেন, ফরিদপুর:
ফরিদপুর জেলার ভাংগা থানার পুকুরিয়া টু সদরপুর মহাসড়ক হতে ডাকাতি গ্রহনের প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩ সদস্যকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত ডাকাত সদস্যরা হলো রাজবাড়ী জেলার কালুখালী থানার দামুড়দীয়া গ্রামের মোঃ কহিনুর মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া(২৬), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের তপন বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস(৩০) এবং অপর জন কোতয়ালী থানার চাঁদপুর রসুলপুর গ্রামের মৃত পরশ মোল্লার ছেলে মোঃ লালন মোল্লা(৩৮)।
বুধবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি অভিযানিক দল উক্ত মহাসড়কে এর উপর হতে উক্ত ডাকাত দলের সদস্যদের আটক করে। র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উক্ত ডাক্তার দলের সদস্যরা পুকুরিয়া টু সদরপুর মহাসড়কের উপর দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবহনে (যেমন গরুর ট্রাক, যাত্রী বাহি বাস/পরিবহন, প্রাইভেটকার, মাইক্রো) ডাকাতি কার্যক্রম করে আসছে।
এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি রামদা, ১টি চাপাতি, ২ টি চাকু, ৩টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, তারা ইতিপূর্বে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে র্যাব -৮ জানায়।