ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৪
মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ:
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ মাদক ব্যবসায়ীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় ১০ লিটার চোলাই মদ, ৬শত গ্রাম গাঁজা, ৫৪ পিচ ইয়াবা, ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করা হয়
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ২২ সেপ্টেম্বর বিকেলে জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়ার প্রত্যয়ে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী জীবন ঋষি, শাহিন মিয়া, সোহেল চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহিদ ওরফে বাবু , মোঃ রকি মিয়াদের, সজিব, রাকিব হাসান বিপ্লব ও দিপু বসাক। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানা ৩, সিআর গ্রেফতারী পরোয়ানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।