ধুনটে নারী ইউপি সদস্যকে হত্যা, ধানক্ষেতে মিলল লাশ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া :
বগুড়ার ধুনট উপজেলায় রেশমা খাতুন (৩৮) নামে এক নারী ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ দিন আগে থেকে নিখোঁজ হয় রেশমা।
রেশমা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম বলেন, বুধবার বিকেলের দিকে কুড়িগাতী এলাকার স্থানীয় লোকজন জমির ধার থেকে ঘাস কাটতে যান। এসময় তারা ধানক্ষেতের ভিতর একটি নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ধানক্ষেত থেকে রেশমার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন গত শনিবার বিকেলের দিকে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ৫ দিন হলে নিখোঁজ হলেও এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরিও করেননি তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মৃতদেহের সুরত হাল রিপোর্ট তৈরির কাজ চলছে।
স্থানীয় লোকজন ও নিহতের স্বামী লাশ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হবে।