শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় আনোয়ার হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দিয়েছেন। শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল ছালেকের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা দেন।