শিরোনাম

South east bank ad

কিশোরীদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ননিয়ে” স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলশিক্ষাথর্ী কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনুকিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম, এস আরএইচ আর কমবেটিং আরলিম্যারেজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিকউল করিম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (আডিএফ) উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, মনিটরিংএ্যান্ডইভেলুয়েশন কো- অডিনেটর আতিকা সুলতানা, কমিউনিকেশন কো-অডিনেটর নওরিন মল্লিকসহ প্রকল্পের কর্মচারী ও প্রশিক্ষণাথর্ীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতিনিযার্তন ও বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত প্রহণে ও মতামত প্রদানের জন্য আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ৩২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহয়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে কাঠালিয়া উপজেলার ছয় ইউনিয়ন থেকে ১৫ জন স্কুল পড়ুয়া কিশোরী এই প্রশিক্ষণে অংশ নেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: