শিরোনাম

South east bank ad

সাংবাদিক’র ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোণার দুর্গাপুরে দৈনিক আমাদের সময় পত্রিকায় কর্মরত সাংবাদিক কলি হাসান’র ওপর হামলার ঘটনায় অভিযুক্ত চার আসামী সহ অজ্ঞাত ৪/৫ বিরুদ্ধে নেত্রকোণার বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ(দ্রুত বিচার ট্রাইব্যুনাল) আদালতে মামলা দায়ের করেণ ভুক্তভোগী সাংবাদিক। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক উম্মে সালমা মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর রুজু পূর্বক ৫ কর্ম দিবসের মধ্যে মামলার গৃহিত ব্যবস্থা সম্পর্কে দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেণ।

গত(১১সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলা সরকারি হাসপাতাল রোড এলাকায় পূর্ব পরিকল্পিত ঐ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল থেকে ঐ সাংবাদিক’কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেণ।
হামলার পরদিন (১২সেপ্টম্বর) রোববার দিনগত রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরুষ ওর্য়াডের ১৯ নং বেডে ঐ অভিযুক্ত ব্যক্তিরাই পুণরায় হামলা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলি হাসান ঘটনার দিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর আতœীয়ের সাথে সাক্ষাত শেষে হাসপাতাল গেটের সামনে এক চায়ের দোকানে বসে অন্যান্যদের সাথে কথা বলতে থাকা অবস্থায় ৮/৯ জনের একটি সঙ্গবদ্ধ দল ঐ সাংবাদিকের ওপর চড়াও হয়ে এলোপাথারি কিল, ঘুষি ও লাঠির আঘাতে গুরুতর আহত করে। সাথে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়।

এ বিষয়ে ঐ সাংবাদিকের স্ত্রী সাজেদা আক্তার বলেন, অভিযুক্ত আসামীরা হলেন মাজহারুল ইসলাম(৩৯),আবু সিনহা মো. তারিকুল ওরফে লোটাস(৪০),আশীষ রায়(৪০)হান্নান মিয়া(৩৮)। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে নানা ধরণের অরপাধ করে যাচ্ছেন তারা। ঐ সব বিষয় নিয়ে অনুসন্ধানী রিপোর্ট তৈরী করতে তার বক্তব্য নিতে চাইলে সে সাংবাদিকে’র ওপর চরম ভাবে ক্ষিপ্ত হন। সুযোগমত পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে এমন হুমকিও দিয়ে আসছেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম জানান, সাংবাদিক কলি হাসানের ওপর হামলার ঘটনায় গতকাল (২১ সেপ্টেম্বর)রাতেই নেত্রকোণা দ্রুত বিচার আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার চেস্টা চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: