সিম কার্ড ক্লোন করে টাকা দাবি
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ০১৭৩৩৩৭৩৩৩৮ থেকে এক অজ্ঞাত ব্যক্তি উপজেলার উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতার কাছে ফোন করে দশ হাজার টাকা দিতে বলে।
এসময় ইউপি চেয়ারম্যান অপরিচিত কণ্ঠস্বর বুঝতে পেরে ফোন কেটে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে গফরগাঁও ও পাগলা থানা ও গফরগাঁও থানা পুলিশকে বিষয়টি অবগত করে সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতামূলক পোস্ট করেন।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বলেন, ইউএনও'র নম্বর আমার মোবাইলে সেভ করা আছে এবং উনার কণ্ঠস্বর আমি চিনি। তিনি এভাবে কখনো টাকা চাইবেন না। অপরিচিত কণ্ঠ শুনেই বুঝেছি কোনো ঘাপলা হয়েছে। তাই ফোন কেটে দিয়ে বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি ।
ডিজিটাল প্রতারণায় প্রসাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ অনেকেই দেশের বিভিন্ন স্থানে প্রতারিত হচ্ছে এই সিম কার্ড ক্লোনিং জন্য।
মোবাইল সিম কার্ডের অবিকল প্রতিরূপ তৈরিই হলো সিম ক্লোনিং। স্পোফিং এমন একটি কৌশল যা কম্পিউটারে অননুমোদিত অ্যাক্সেস লাভ করে, যার দ্বারা অনুপ্রবেশকারী একটি কম্পিউটারে বার্তা পাঠিয়ে আইপি ঠিকানা দিয়ে নির্দেশ করে- যে বার্তা বিশ্বস্ত হোস্ট থেকে এসেছে। স্পোফিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কারও মোবাইল নাম্বার তৈরি করে সেই নাম্বার দিয়ে ফোন দেওয়া যায়। এতে বেশিরভাগ সাধারণ মানুষ অতি সহজে বিভ্রান্ত হয়ে প্রতারণার ফাঁদে পা দিয়ে দেয়। অন্যের মোবাইল নম্বরের মতো নম্বর বানিয়ে পরিচিতজনদের ফোন করা বা দায়িত্বশীল কোনো ব্যক্তির নম্বর কপি করে ফোন করে বিশেষ সুযোগ-সুবিধা আদায় করাই স্পোফিং প্রতারক চক্রের মূল উদ্দেশ্য।
গফরগাঁও উপজেলার , সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি শুনেই গফরগাঁও এবং পাগলা থানা প্রশাসনকে অবগত করে ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেছি। থানায় জিডি করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।